Home » , , , , , » ৪টি কন্টেইনার ভেসেল নির্মাণে চুক্তি স্বাক্ষর

৪টি কন্টেইনার ভেসেল নির্মাণে চুক্তি স্বাক্ষর

Written By Unknown on Friday, April 11, 2014 | 5:45 AM

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসি) ১৫০ কোটি টাকা ব্যয়ে ৪টি কন্টেইনার ভেসেল নির্মাণ করতে যাচ্ছে। এ ব্যাপারে নৌ-পরিবহন মন্ত্রণালয়ে কন্টেইনার ভেসেল নির্মাণ সংক্রান্ত দু’টি চুক্তিপত্র স্বাক্ষর হয়েছে।

বিআইডব্লিউটিসি’র পক্ষে প্রকল্প পরিচালক প্রকৌশলী এম এ গফুর সরকার, খুলনা শিপইয়ার্ড লিমিটেডের পক্ষে মহাব্যবস্থাপক ক্যাপ্টেন এম এস করিম, চিটাগাং ড্রাই ডক লিমিটেডের পক্ষে অতিরিক্ত প্রধান নৌ-স্থপতি ইঞ্জিনিয়ার মো. সাঈদুর রহমান চুক্তিপত্রে  স্বাক্ষর করেন।

জানা যায়, চারটি কন্টেইনার ভেসেলের মধ্যে দু’টি কন্টেইনার ভেসেল খুলনা শিপইয়ার্ড লিমিটেড এবং অপর দু’টি চিটাগাং ড্রাই ডক লিমিটেড নির্মাণ করবে। ভেসেল চারটি নির্মাণে ২২ মাস সময় লাগবে।

চুক্তিপত্র স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নৌমন্ত্রী শাজাহান খান এমপি, নৌ-পরিবহন মন্ত্রণালয়ের সচিব সৈয়দ মনজুরুল ইসলাম, বিআইডব্লিউটিসি’র চেয়ারম্যান মজিবর রহমান, পরিচালক (কারিগরি) ড. জ্ঞানরঞ্জন শীলসহ সংশ্লিষ্টরা।
 
Share this article :

0 comments:

Post a Comment

 
Support : Creating Website | Kutubi Template | Kutubi Template
Copyright © 2011. Kutubi Web 10 - All Rights Reserved
Template Created by Creating Website Published by Kutubi Template
Proudly powered by Dhumketo